অমর একুশে বইমেলা ২০২২ এর স্টলএর ভাড়া পরিশোধের সময় বৃদ্ধি করা হয়েছে। অমর একুশে বইমেলা ২০২২ পরিচালনা কমিটির সদস্য-সচিব “ড. জালাল আহমেদ” ৫ই জানুয়ারি ২০২২ এ এই কথা জানিয়েছেন।
বইমেলা স্টল ভাড়া পরিশোধের বর্ধিত সময়
বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে অমর একুশে বইমেলা ২০২২-এর স্টল ভাড়া পরিশোধের সময় ১৩ই জানুয়ারি ২০২২ পর্যন্ত বর্ধিত করা হলো।
নির্ধারিত সময়ে ভাড়া পরিশোধ করতে না পারলে
যেসব প্রতিষ্ঠানের সম্পূর্ণভাড়া ১৩ই জানুয়ারি (২০২২)-এর মধ্যে জমা হবে না সেসব প্রতিষ্ঠানের নামে কোনো স্টল বরাদ্দ দেওয়া হবে না।
বইমেলা স্টল ভাড়া পরিশোধের নম্বর
ভাড়া ও ভ্যাট বাবদ প্রদেয় টাকা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখা থেকে অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে।
বইমেলা স্টল ভাড়া পরিশোধের শর্ত
টাকা জমার রসিদে প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর থাকা অপরিহার্য। ব্যাংকে টাকা জমার রসিদের ফটোকপি সদস্য-সচিবের দপ্তরে জমা দিতে হবে।