বর্তমানে বাংলাদেশের প্রায় সব জেলাতেই ই পাসপোর্ট সুবিধা রয়েছে। আপনি অনলাইন থেকেই নির্ভূলভাবে ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন।
Contents
ই পাসপোর্ট এর মেয়াদ, সময় এবং ফি সমূহ
৪৮ পৃষ্ঠার ৫ বছরের জন্য সাধারণ ফি (১৫ দিন) সাড়ে তিন হাজার টাকা।
- জরুরি ফি (৭ দিন) সাড়ে পাঁচ হাজার টাকা।
- অতি জরুরি ফি (২ দিন) সাড়ে সাত হাজার টাকা।
৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ১০ বছরের জন্য সাধারণ (১৫ দিন) ফি পাঁচ হাজার টাকা,
- জরুরি ফি (৭ দিন) সাত হাজার টাকা।
- অতি জরুরি ফি (২ দিন) নয় হাজার টাকা।
৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ৫ বছরের সাধারণ ফি সাড়ে পাঁচ হাজার টাকা,
- জরুরি ফি সাড়ে সাত হাজার টাকা।
- অতি জরুরি ফি (২ দিন) সাড়ে ১০ হাজার টাকা।
৬৪ পৃষ্ঠার ১০ বছরের জন্য সাধারণ ফি সাত হাজার টাকা
- অতি জরুরি ফি (২দিন) ১২ হাজার টাকা।
- এই ফি এর সাথে যথারিতি ১৫% ভ্যাট যুক্ত হবে।
ই-পাসপোর্ট ফি এর পরিমান ২০২৩
৪৮ পৃষ্ঠার পাঁচ ও দশ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে
পাসপোর্টের ফির ধরণ | ৫ বছর মেয়াদী পারপোর্টের ফি | ১০ বছর মেয়াদী পারপোর্টের ফি |
সাধারণ ফি | ৪,০২৫ টাকা | ৫,৭৫০ টাকা |
জরুরি ফি | ৬,৩৯৫ টাকা | ৮,০৫০ টাকা |
অতিজরুরি ফি | ৮,৬২৫ টাকা | ১০,৩৫০ টাকা |
৬৪ পৃষ্ঠার পাঁচ ও দশ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে
পাসপোর্টের ফির ধরণ | ৫ বছর মেয়াদী পারপোর্টের ফি | ১০ বছর মেয়াদী পারপোর্টের ফি |
সাধারণ ফি | ৬,৩২৫ টাকা | ৮,০৫০ টাকা |
জরুরি ফি | ৮,৬২৫ টাকা | ১০,৩৫০ টাকা |
অতিজরুরি ফি | ১২,০৭৫ টাকা | ১৩,৮০০ টাকা |
- সাধারণ ফি প্রদান সাপেক্ষ্যে পাসপোর্ট পেতে সময় লাগবে প্রায় ২১ দিন
- জরুরি ফি প্রদান সাপেক্ষ্যে পাসপোর্ট পেতে সময় লাগবে প্রায় ৭ দিন
- অতিজরুরি ফি প্রদান সাপেক্ষ্যে পাসপোর্ট পেতে সময় লাগবে প্রায় ১ দিন
ই-পাসপোর্ট বিশেষ শর্ত
- উপরোক্ত সকল ফি’র মধ্যে ১৫% ভ্যাট অর্ন্তভূক্ত আছে
- সরকারি চাকরিজীবিদের যাদের NOC আছে বা অবসর সনদ আছে, তারা রেগুলার ফি দিয়ে জরুরী সুবিধা পাবেন। সরকারী চাকরীজীবিদের জন্য জরুরী আবেদন প্রযোজ্য নয়।
ই-পাসপোর্ট ফি নিয়ে প্রশ্ন
ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে?
ই-পাসপোর্টের মেয়াদ, পাতার সংখ্যা ও ডেলিভারী সময়ের উপর নির্ভর করে ফি ভিন্ন হয়ে থাকে। সাধারণ আবেদনে ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট ফি ৪০২৫ টাকা। ই-পাসপোর্ট ফি (E-passport Fee) দেখুন
ঘরে বসে কিভাবে ই-পাসপোর্ট ফি জমা দেব?
“এ-চালান” সফটওয়্যার এর মাধ্যমে আপনি ঘরে বসেই, বিকাশ, রকেট, সোনালী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের মাধ্যমে আপনার ই-পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। এজন্য আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবেনা। দেখুন কিভাবে নিজেই ই-পাসপোর্ট ফি জমা করবেন