রাজা সূর্য্য কুমারের নামানুসারে রাজবাড়ীর নামকরণ করা হয়। রাজা সূর্য্য কুমারের পিতামহ প্রভুরাম নবাব সিরাজ-উদ-দৌলার রাজকর্মী থাকাকালীন সময়ে কোন এক কারণে ইংরেজদের বিরাগভাজন হয়েছিলেন। পলাশীর যুদ্ধের পর বর্তমান নাটরের লক্ষীকোলে এস আত্মগোপন করেন। পরে তাঁর পুত্র দ্বিগেন্দ্র প্রসাদ রাজবাড়ী অঞ্চলে জমিদারী গড়ে তোলেন। দ্বিগেন্দ্র প্রসাদের পুত্র সূর্য্য কুমার ১৮৮৫ সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি প্রাপ্ত হন।