ময়মনসিংহ কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২২-২০২৩ঃ আজকে আমরা কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, এবং সকল কলেজেত EIN নাম্ভার সহ আপনাদের মাঝে শেয়ার করবো।
সরকারি কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে
বন্ধুরা সরকারি কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এটা আপনি আলাদা ভাবে জানতে পারবেন না। সরকারি ও বেসরকারি সকল কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এটা এক সাথে পাবলিশ করা হয়।
ভালো কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
এখানে ভালো কলেজ বলতে সবাই সরকারি কলেজ গুলোতে ভর্তি হতে চায়। আর সরকারি কলেজে ভর্তি হতে হলে সর্বোচ্চ নিম্ন 4.00 লাগে। আবার অনেক কলেজে আরো বেশি লাগে। আর যখন সিট খালি থাকে তখন এর নিচে ও পয়েন্টের লোক নেওয়া হয়।
কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ২০২২-২০২৩
শিক্ষা প্রতিষ্ঠান : | কলেজ |
ভর্তির শ্রেণি : | একাদশ শ্রেণি |
শিক্ষাবর্ষ : | ২০২২-২০২৩ |
আবেদনের তারিখ : | ০৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর |
আবেদনের ফিঃ | ১৫০/- টাকা |
অনলাইন আবেদন লিংক : | www.xiclassadmission.gov.bd |
ফলাফল প্রকাশঃ | ৩১ ডিসেম্বর |
ময়মনসিংহ কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
বন্ধুরা ময়মনসিংহ বিভাগের মধ্যে যত কলেজ রয়েছে সরকারি বেসরকারি সকল কলেজের ভর্তি যোগ্যতা আপনি নিচের পিডিএফ ফাইল ডাউনলোড করে জানতে পারবেন।
ময়মনসিংহ বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_SYLHET.pdf