বাংলাদেশি পাসপোর্টধারীদের সর্বোচ্চ ৫০-টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতির কথা বলা থাকলেও আপাতত ৪২-টি দেশের অনুমতি রয়েছে- বিভিন্ন পত্রপত্রিকা এ কথাই বলছে।
Contents
এশিয়ার মধ্যে অনুমতিপ্রাপ্ত দেশসমূহ-
ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব তিমুর।
আফ্রিকার মধ্যে অনুমতিপ্রাপ্ত দেশসমূহ-
বেনিন, কেপ ভার্দ, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রয়ান্ডা, সিসেলস, সোমালিয়া, টোগো ও উগান্ডা।
আমেরিকার মধ্যে অনুমতিপ্রাপ্ত দেশসমূহ-
বলিভিয়া
বিশেষ অনুমোদনে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত দেশ—
কিউবা
ওশেনিয়া অঞ্চলের মধ্যে অনুমতিপ্রাপ্ত দেশসমূহ-
কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভালু ও ভানুয়াতু।
ক্যারিবীয় অঞ্চলের মধ্যে অনুমতিপ্রাপ্ত দেশসমূহ-
বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট ও ত্রিনিদাদ ও টোব্যাগো।