এসএসসি রসায়ন বিজ্ঞান বইয়ে তোমাদের মোট ১২টি অধ্যায় রয়েছে। তার মধ্যে করোনাকালীন সময়ে তোমাদের সিলেবাস কমিয়ে একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। যেখানে ৪টি অধ্যায় ছিলো। অধ্যায়গুলো হলো
- ৩য় অধ্যায় – পদার্থের গঠন
- ৪র্থ অধ্যায় – পর্যায়সারণি
- ৫ম অধ্যায়- রাসয়নিক বন্ধন
- ১১অধ্যায় – খনিজ সম্পদ ও জিবাশ্ব
এখানে তোমাদের রাজশাহীবোর্ড ২০২১ এর একটি সেটের উত্তর দেওয়া হলো। এখান থেকে তোমরা তোমাদের নিজেদের সেটের উত্তরটি যাচাই করে নিবে।
উত্তর দ্রুত এখানে প্রকাশ করা হবে