বিকাশ স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ ২০২২
| |

বিকাশ স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ ২০২২

দেশজুড়ে ফ্রিল্যান্সারদের জন্য বিকাশ নিয়ে এলো দারুণ সুখবর! কোনো অপেক্ষা আর কাগজপত্রের ঝামেলা ছাড়াই পেওনিয়ার থেকে ফ্রিল্যান্সিংয়ের টাকা সরাসরি বিকাশ অ্যাপ থেকেই আপনার বিকাশ একাউন্টে ট্রান্সফার করতে পারবেন মুহূর্তে! আর সাথে আছে প্রতি লেনদেনে ২% নিশ্চিত বোনাস অফার আর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ!

বিকাশ পেওনিয়ার লেনদেনে ২% নিশ্চিত বোনাস বিস্তারিত জানুন এই লিঙ্কে।

প্রতিদিন স্মার্টফোন অফারের বিস্তারিত

  • বিকাশ গ্রাহক তার সক্রিয় পেওনিয়ার একাউন্ট থেকে (পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে) বিকাশ একাউন্টে সর্বোচ্চ পরিমাণ টাকা ট্রান্সফার করে একটি স্মার্টফোন জিতে নিতে পারবেন। 
  • অফারটি চলবে ১০ ফেব্রুয়ারি-১৬ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত। 
  • একজন গ্রাহক একদিনে অন্তত ১৫,০০০ টাকা (একবারে অথবা একাধিক বার ট্রান্সফারে) পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে আনলে স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ পাবেন। 
  • যদি একাধিক গ্রাহক সর্বোচ্চ একই পরিমাণ টাকা এনে থাকেন তাহলে বিজয়ী নির্বাচন করা হবে সময়ভিত্তিক অগ্রাধিকার বিবেচনায়। উদাহরণস্বরূপ-যদি ৩০ জন গ্রাহক প্রত্যেকে ২০,০০০ টাকা করে একই দিনে পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করে থাকেন তাহলে যে গ্রাহক সবার আগে ঐ নির্দিষ্ট দিনে তার বিকাশ একাউন্টে পেওনিয়ার থেকে টাকা ট্রান্সফার করেছেন, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। 
  • একজন গ্রাহক সর্বোচ্চ ১বার পুরস্কার পাবেন। 
  • চ্যানেল: বিকাশ অ্যাপ। 
  • অফারটির মেয়াদ শেষ হওয়ার পরে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে। 
  • বিজয়ী অফারটির মেয়াদ শেষ হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর পুরস্কার বুঝে পাবেন। 

অফারের শর্তাবলী

  • বিকাশ গ্রাহক তার সক্রিয় পেওনিয়ার একাউন্ট থেকে পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করে অফারটিতে অংশগ্রহণ করতে পারবেন।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক উক্ত অফারের অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ  গ্রাহকের পুরস্কার বাতিলের অধিকার সংরক্ষণ করে।
আরো পড়ুনঃ  বিকাশ অমর একুশে বইমেলা অফার ২০২২

বিকাশ অ্যাপ না থাকলে ডাউনলোড করুন এখনি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *